Skip to main content

পাওয়ার অভ অ্যাটর্নি ও অন্যান্য অনুমোদন (Power of attorney and other authorizations)

আপনি যদি ডিপার্টমেন্টের সাথে কথা বলার জন্য আপনার পক্ষে কাউকে মনোনীত করতে চান, তাহলে আমাদেরকে একটি পাওয়ার অভ অ্যাটর্নি পাঠাতে হবে।

পাওয়ার অভ অ্যাটর্নি হচ্ছে একটি আইনি নথি যার মাধ্যমে আপনি ডিপার্টমেন্টের সামনে আপনার প্রতিনিধিত্ব করার জন্য এক বা একাধিক ব্যক্তিকে নিযুক্ত করতে পারেন।

আপনি যদি আইনত নিযুক্ত কোনো জিম্মাদার (ফিড্যুশিয়ারি) হয়ে থাকেন, তাহলে করদাতার পক্ষে কাজ করার জন্য আপনাকে অবশ্যই অনুমোদনের প্রমাণ জমা দিতে হবে। আরো তথ্যের জন্য দেখুন What you can file (আপনি যা যা জমা দিতে পারেন): Other documents (অন্যান্য নথিসমূহ)

পাওয়ার অভ অ্যাটর্নি সম্পর্কে জানার জন্য নিচের ধরনগুলো থেকে নির্বাচন করুন।

আপনি যা যা জমা দিতে পারেন

কীভাবে জমা দেবেন

কীভাবে পাওয়ার অভ অ্যাটর্নি বাতিল বা প্রতিনিধিত্ব প্রত্যাহার করবেন

Updated: