Skip to main content

অনলাইনে 24/7 আপনার রিফান্ড স্ট্যাটাস পরীক্ষা করুন!

অনলাইনে 24/7 আপনার রিফান্ড স্ট্যাটাস পরীক্ষা করুন!

  1. আপনি যে কর বর্ষের রিফান্ড স্ট্যাটাস জানতে চান তা নির্ধারণ করুন।
  2. আপনার সোশ্যাল সিকিউরিটি নম্বর লিখুন।
  3. ড্রপ-ডাউন মেন্যু হতে আপনার পূরণকৃত ফরমটি বেছে নিন।
  4. নিউ ইয়র্ক স্টেটে আপনার যে রিফান্ড সম্পর্কে আপনি জানতে চেয়ে অনুরোধ করেছেন তার পরিমাণ উল্লেখ করুন। কীভাবে এই পরিমাণ দেখা যাবে তা জানতে  রিফান্ডের পরিমাণ সম্পর্কে জানতে চাওয়া দেখুন

CHECK REFUND STATUS (রিফান্ড স্ট্যাটাস পরীক্ষা করুন)

(শুধুমাত্র ইংরেজি)

One-hundred dollar bills stacked in a row from a side angle

আপনার রিফান্ডের স্ট্যাটাস বুঝতে পারা

আপনি যেহেতু আপনার রিটার্নের অবস্থা দেখতে পেয়েছেন, এখানে আপনি আরো কিছু দেখতে পাবেন বা নিচের উল্লেখযোগ্য সকল পদক্ষেপ দেখতে পাবেন। আপনার অবস্থা সম্পর্কে আরো তথ্য জানতে এবং সমস্যা সমাধান সম্পর্কে আরো কৌশল জানতে, দেখুন আপনার ফেরত অর্থের অবস্থা জেনে নিন

রিফান্ড সম্পর্কে আরো তথ্য জানতে চান? এই তথ্য ভাণ্ডারগুলো দেখুন:

We do not have any information about your return at this time. E-filed returns could take one week to post to our system; mailed returns can take up to three weeks to post to our system. If you e-filed, check your email, tax software or tax preparer to ensure it has been accepted.

(এখন আপনার রিটার্ন সম্পর্কে আমাদের নিকট কোনো তথ্য নেই। আমাদের সিস্টেমে ই-ফাইল এর রিটার্নগুলো পোস্ট হতে এক সপ্তাহ সময় লাগতে পারে; ডাকযোগের মাধ্যমে রিটার্নগুলো আমাদের সিস্টেমে পোস্ট হতে তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। যদি আপনি ই-ফাইল করে থাকেন, তাহলে এর গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য আপনার ইমেইল, ট্যাক্স সফটওয়্যার বা ট্যাক্স প্রস্তুতকারীর সাথে যোগাযোগ করুন।)

আমাদের সিস্টেমে আপনার রিফান্ড স্থিতি পোস্ট না হওয়া পর্যন্ত প্রদর্শিত হতে থাকবে; এরপর আপনি একটি আপডেট স্ট্যাটাস পাবেন।

We have received your return and it is being processed. No further information is available at this time.

আমরা আপনার রিটার্ন পেয়েছি এবং এটি প্রক্রিয়া করা হচ্ছে। এই মুহূর্তে আর কোনো তথ্য নেই।

এটি হচ্ছে প্রক্রিয়া করার একটি সাধারণ অবস্থা। অতিরিক্ত পর্যালোচনার জন্য আপনার রিটার্ন নির্বাচন করা না হলে বা অতিরিক্ত তথ্যের জন্য আমরা অনুরোধ না করলে, ইস্যু করার কোনো তারিখ নির্ধারণ এবং সেই সময়ে আপনার স্ট্যাটাস বা অবস্থা হালনাগাদ করা না পর্যন্ত পুরো প্রক্রিয়াকরণ জুড়ে এটিই আপনার স্ট্যাটাস থাকবে। আপনার রিটার্ন এই ধাপে আসার পর, আপনাকে সহায়তা করার জন্য আমাদের কল সেন্টার প্রতিনিধিদের কাছে আর কোনো তথ্য থাকবে না। আপনার রিফান্ড স্ট্যাটাস পরিবর্তিত হওয়ার পর, আমাদের স্বয়ংক্রিয় ফোন সিস্টেমে, আমাদের অনলাইন আমার রিফান্ড স্ট্যাটাস যাচাইয়ের আবেদনে এবং আমাদের প্রতিনিধিদের কাছে থাকা অ্যাকাউন্টের তথ্যতে এই বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে।

We received your return and may require further review. This may result in your New York State return taking longer to process than your federal return. No further information is available at this time.

আমরা আপনার রিটার্ন পেয়েছি এবং এর আরো পর্যালোচনার প্রয়োজন হতে পারে। এর ফলে আপনার ফেডারেল রিটার্নের চেয়ে নিউ ইয়র্ক স্টেটের রিটার্ন প্রক্রিয়া করতে আরো বেশি সময় লাগতে পারে। এই মুহূর্তে আর কোনো তথ্য নেই।

আপনার রিটার্ন গ্রহণ করা এবং তা প্রক্রিয়া করা শুরু করার পর, আমাদের স্বয়ংক্রিয় প্রক্রিয়া পদ্ধতি রিটার্নের মধ্যে থাকা কোনো ভুল বা জালিয়াতির অস্তিত্ব স্ক্যান করে। স্ক্যানের ফলাফলের উপর ভিত্তি করে, রিটার্নটি ম্যানুয়ালি বা হাতে করে পর্যালোচনা করার প্রয়োজন হতে পারে। এই স্ট্যাটাস তখন প্রক্রিয়া করা হচ্ছে এতে পরিবর্তিত হতে পারে বা আরো তথ্য প্রদানের অনুরোধ আপনি পেতে পারেন। আমরা যাতে পর্যালোচনা করতে পারি, তাই একটি সম্প্রসারিত সময়কালের জন্য আপনার রিটার্ন এই ধাপে থাকতে পারে। এবং প্রক্রিয়া করার ধাপে ফেরত চলে গেলে, প্রক্রিয়া সম্পন্ন করার পূর্বে অতিরিক্ত পর্যালোচনার জন্য আপনার রিটার্ন নির্বাচন করা হতে পারে।

আমরা যখন রিফান্ড ইস্যু করি, তখন আমরা নিম্নলিখিত বার্তাগুলির মধ্যে একটি সরবরাহ করে থাকি।

  • Your return has been processed. A direct deposit of your refund is scheduled to be issued on (date mm/dd/yyyy). If your refund is not credited to your account within 15 days of this date, check with your bank to find out if it has been received. If it’s been more than 15 days since your direct deposit issue date and you haven’t received it yet, see Direct deposit troubleshooting tips.
    (আপনার রিটার্ন প্রক্রিয়াধীন রয়েছে। আপনার রিফান্ড সরাসরি জমা প্রদান করার জন্য নির্ধারিত তারিখ ইস্যু করা হয়েছে (তারিখ মাস/দিন/বছর)। যদি এই তারিখের 15 দিনের মধ্যে আপনার রিফান্ড আপনার অ্যাকাউন্টে জমা না হয়, তাহলে তা আপনার ব্যাংক হিসাবের মাধ্যমে গৃহীত হয়েছে কিনা তা যাচাই করুন। আপনার সরাসরি জমা প্রদানের পর যদি 15 দিনের বেশি অতিক্রম হয়ে যায় এবং আপনি এখনও না পেয়ে থাকেন, তাহলে  Direct deposit troubleshooting tips (সরাসরি জমা প্রদান করার সমস্যা সমাধানের টিপস) দেখুন।)
  • Your refund check is scheduled to be mailed on (mm/dd/yyyy). If you have not received your refund within 30 days of this date, call 518-457-5149.
    (আপনার রিফান্ড চেক ডাকযোগে পাঠানোর নির্ধারিত তারিখ (মাস/দিন/বছর)। আপনি যদি এই তারিখের 30 দিনের মধ্যে আপনার রিফান্ড না পেয়ে থাকেন তাহলে 518-457-5149 নম্বরে কল করুন।)

বিভাগের নিকট ইলেকট্রনিক যোগাযোগের জন্য অনুরোধ করুন

আপনার রিটার্ন সম্পর্কে কর বিভাগের (Tax Department) সাথে যোগাযোগের সবচাইতে উত্তম পন্থা হচ্ছে একটা অনলাইন সার্ভিস অ্যাকাউন্ট (Online Services account) চালু করা এবং বিল  সংশ্লিষ্ট নোটিশ (Bills and Related Notices) এবং অন্যান্য বিজ্ঞপ্তি (Other Notifications) সম্পর্কে জানতে ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমের জন্য অনুরোধ করুন। আপনার অনলাইন সার্ভিস অ্যাকাউন্ট সামারি (Account Summary) হোমপেজ (homepage) হতে ভবিষ্যতে যোগাযোগের মাধ্যমে যেকোনো তথ্য পাওয়া নিশ্চিত করতে, আপনার পরবর্তী রিটার্ন সম্পর্কিত তথ্য পেশ করার পূর্বে এখনই আপনার অ্যাকাউন্ট খুলুন।

আপনি একবার অনলাইন সার্ভিস অ্যাকাউন্ট (Online Services account)-এ লগইন করতে:

  1. আপনার অ্যাকাউন্টের সারাংশ (Account Summary) হোমপেজ (homepage)-এ উপরের ডান হাতের কোনায় আপনার নাম নির্বাচন করুন।
  2. অগ্রাধিকার (Preferences) নির্বাচন করুন, বর্ধিত মেন্যু হতে ইলেকট্রনিক যোগাযোগসমূহ (Electronic communications) নির্বাচন করুন।
    Image of log in screen

    Sample of Individuals account type in Online Services

  3. আপনি যে ইলেকট্রনিক বিজ্ঞপ্তির মাধ্যমে মেইল পেতে চান তা নির্বাচন করুন। আপনার রিফান্ড সম্পর্কে কোনো তথ্য জারি করা হলে এবং আয়কর রিফান্ড সম্পর্কে ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে কোনো বিজ্ঞপ্তি পেতে, উভয়ই নির্বাচন করুন।

    Image of electronic notification screen

    Sample of Bills and Related Notices screen in Online Services.

  4. স্বীকারোক্তি (Acknowledgement ) সেকশন পড়ুন।
  5. সংরক্ষণ করুন (Save) নির্বাচন করুন।
Updated: